ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষককে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ শহরে পুরাতন ধোপাঘাটা এলাকায় নেশার টাকা না পেয়ে এক স্কুল শিক্ষককে মারধর করেছে দুই মাদকসেবী। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষক সাদ্দাম হোসেন। অভিযোগ থেকে জানা যায়, ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকায় অবস্থিত ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের কাছে প্রায় সময় ওই এলাকার মাদকসেবী কাঞ্চননগর এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মজিদ ও নাদের মালিথার ছেলে রাজু নেশা টাকার দাবী করে আসছিলো। আত্মসম্মানের ভয়ে কয়েকবার কিছু টাকা দিয়ে তাদের থেকে রেহায় পেয়েছে। সম্প্রতি আবারো টাকা দাবী করে তারা। টাকা দিতে না পারায় মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সামনে তাকে বেধড়ক মারপিট করে রাজু ও মজিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার শিক্ষক সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রায় সময় রাজু ও মজিদ আমার কাছে টাকা দাবী করত। মাছে মধ্যে কিছু টাকা দিয়েছিও। টাকা না দিলে গালিগালাজ করত। কিন্তু মঙ্গলবার আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। টাকা না দেওয়ার তারা আমার উপর হামলা করে মারধর করে। এমনকি থানায় অভিযোগ দেওয়ার পরও আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.