ঝিনাইদহের সেই বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের সেই বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাইদুল করিম মিন্টু। বুধবার সকালে তার বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান তিনি। জানা যায়, জাড়গ্রামের অসহায়, দরিদ্র বয়বৃদ্ধ দানেচ বিশ্বাস এক টুকরা জমিতে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করে। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকেন। ৮০ বছর বয়স হওয়ায় বয়সের ভারে নুই্যয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সেও অন্যের জমিতে দিনমজুরের কাজ করে চলে তার সংসাদ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রচার করা হলে তার সাইদুল করিম মিন্টুর নজরে আসে। সংবাদটি দেখে তাকে সহযোগতিা করার জন্য নির্দেশ দেয় ঝিনাইদহ হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে। পরে বুধবার সকালে দানেচ বিশ্বাসের বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান। সেসময় আরও উপস্থিত ছিলেন হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের সভাপতি রাশিদ নাইব অনিক, সহ-সভাপতি আল হাদি জীবন, সহ-সভাপতি সৈকত আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আল ফাহাদ, সহ-সম্পাদক বিশ্বাস হাজুজ্জামান আরিফ, আপ্যয়মন বিষয়ক সম্পাদক অনান্য সদস্যরা।

No comments

Powered by Blogger.