ঝিনাইদহে ৩ হাজার ১’শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে ৩ হাজার ১’শত ৫০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ বীজ বিতরণ করা হয়।

সেসময় সদর উপজেলা চেয়ারম্যন রাশিদুর রহমান রাসেল, নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব, মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসের কর্মকর্তারা জানায়, চলতি বোরো মৌসুমে হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার ১’শত ৫০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে ধান বীজ প্রদাণ করা হয়।


No comments

Powered by Blogger.