কালীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা আটক, যুবদল নেতার বাড়িতে অভিযানের প্রতিবাদে মহিলাদের ঝাড়– মিছিল

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হোসাইনকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বাসিদেবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।একইদিনে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নিয়ামতপুর গ্রামের নিজ বাড়িতে পুলিশি অভিযান চালিয়েছে। এসময় এ নেতার বাড়িতে পুলিশ তাকে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে বলে মিলনের পারিবারিক সূত্র জানিয়েছে। পুলিশি অভিযানের পরই মিলনের গ্রামের মহিলারা একত্রিত হয়ে অভিযান বন্ধ ,হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষনিক ঝাড়– মিছিল বের করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান , এটা হয়রানী ছাড়া আর কিছুই না। এমন আটক ও হয়রানি করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমি এমন অভিযান ও স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন হোসাইনের আটকের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে বলে জানান এই নেতা।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান , মিলন হুসাইনের বিরুদ্ধে মামলা আছে। 




No comments

Powered by Blogger.