ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুরে ট্রলির চাপায় ওহিদুল ইসলাম
নামে এক চালক নিহত হয়েছেন।সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার পাতিবিলা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।ওহিদুল ওই গ্রামের হজ্জো মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রলিতে জৈব সার বোঝাই করে মাঠে নিয়ে যাচ্ছিল ওহিদুল। ট্রলিটি পাতিবিলা মাঠে পৌঁছালে হাইড্রোলিক ওয়েল-সেল নষ্ট হয়ে যায়। পরে চালকট্রলিটি ঠিক করতে গেলে গাড়ির নিচে চাপা পড়ে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
No comments