ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। শুক্রবার সকালে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় তার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


No comments

Powered by Blogger.