ঝিনাইদহে পড়শী শ্রমজীবী শিশু কল্যাণ বিদ্যালয়ের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের শ্রমজীবী শিশুদের শিক্ষার মুল ধারায় ফিরিয়ে আনতে ‘পড়শী শ্রমজীবী শিশু কল্যাণ বিদ্যালয়’র উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার চুটলিয়া মোড় এলাকায় এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। স্থানীয় ‘পড়শী শ্রমজীবী শিশু কল্যাণ বিদ্যালয়’র সভাপতি এনামুল কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মাহামুদুল হাসান, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার সাবজাল হোসেন, লাবনী খাতুন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ‘পড়শী শ্রমজীবী শিশু কল্যাণ বিদ্যালয়’র সাধারণ সম্পাদক সায়েরা খাতুন। সংশ্লিষ্টর জানায়, ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার শ্রমজীবী শিশুদের সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন গ্যারেজ, কারখানা, দোকানে কাজ করা শিশুদের এনে এই বিদ্যালয়ের পাঠদান করানো হবে। ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে পাঠদান করানো হবে। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের বই, খাতা, কলমসহ সকল শিক্ষা উপকরণ প্রদাণ করা হবে।

No comments

Powered by Blogger.