ঝিনাইদহ-৪ আসানের স্বতন্ত্র প্রার্থী খোকনের নির্বাচনীয় অফিস উদ্বোধন
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনীয় অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার ০২ নং জামাল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড তৈলকূপ গ্রামে এই অফিস উদ্বোধন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামাল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সেকেন্দার মীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, ছোবাহান বিশ^াস প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মিলন হোসেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন সবাইকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
No comments