ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ কর্মসুচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি- ৭ই জানুয়ারীর প্রহসনমুলক নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহের নগরবাথান বাজার ও হলিধানী এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। সেসময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির নেতা সাকিব আহমেদ বাপ্পি, শাহিন খান, হায়দার আলী, রিন্টু মুন্সি, হাফিজুর রহমান, যুবদল নেতা মোজাম্মেল হক ও মামুন হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেটে উল্লেখ করা হয়, হাসিনা সরকারের এই তামাশামুলক নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা ছিল। দেশে নির্বাচন হলেই উৎসবমুখর পরিবেশ আসে, কিন্তু ২৭ টি ভোট কেন্দ্রে কোন ভোটই পড়েনি। এতে প্রমানিত হয় এই ফ্যাসিষ্ট জালেম সরকারকে মানুষ প্রত্যাখান করেছে। লিফলেট বিতরণ শেষে নগরবাথান বাজারে জেলা বিএনপির সভাপতি বলেন, ঝিনাইদহের মানুষ শতস্ফুর্ত ভাবে ভোট বর্জন করেছে। ভোটের যে হার দেখানো হয়েছে তা সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের কারশিমা ছাড়া কিছুই না। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, কেন্দ্রে কেন্দ্রে তো কোন ভোটার যায়নি, তাহলে ভোট দিলেন কারা ?

No comments

Powered by Blogger.