ঝিনাইদহে বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং কারিগরি শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন কার্ড বিতরন করা হয়েছে। শনিবার বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুর বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সনদপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (আইএমইডি) কামাল হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম। সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলার বগুড়া ইউপি চেয়ারম্যান ও সংস্থার ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সহ-সভাপতি নাজমুল হুদা পলাশ, সংস্থার প্রজেক্ট কো অডিনেটর তাপস কুমার দেবনাথ, সদস্য ও সময় টিভির ঝিনাইদহের রিপোর্টার লোটাস রহমান সোহাগ প্রমুখ। এ সময় অভিব্যক্তি করতে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার শেখানো হয়। আমরা এখান থেকে কম্পিউটার শিখে অনেক অনলাইন ব্যবসা করছি। কেউ চাকুরী করছি। যেসব শিক্ষার্থী সার্টিফিকেট লাভ করেছেন তারা এ সংস্থা থেকে বিনামূল্যে দুই মাসের প্রশিক্ষণ গ্রহন করেছেন। "দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন" প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর এবং বহুমুখী মানব কল্যাণ সংস্থা।

No comments

Powered by Blogger.