মহেশপুরে ৪০টি স্বর্ণের বারসহ ১ চোরাকারবারি আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ভারত সীমান্ত এলাকা থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২৮) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে ওই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি’র ৭ সদস্যের একটি টহল দল অবস্থান করে। সেসময় চোরাকারবারিরা ভারত সীমান্ত এলাকায় পৌছালে বিজিবি তাদের ধাওয়া করলে ১ জন ভারতের অভ্যান্তরে পালিয়ে গেলেও অপর ১ জনকে আটক করতে সমর্থ হয়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য ৪ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ৪৭১ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। আটককৃত রিমন হোসেনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
No comments