এপেকক্স বাংলাদেশের ৩৯তম সম্মেলনে জেলা গভর্নর নির্বাচিত হলেন ঝিনাইদহের এপেক্রিয়ান সেতু
ঝিনাইদহ প্রতিনিধি-
যশোরে এপেক্স বাংলাদেশের জেলা ৬ এর ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোরের জয়তী সোসাইটিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এপক্স বাংলাদেশের ৩৯তম সম্মেলনে জেলা গভর্নর নির্বাচিত হলেন ঝিনাইদহের এপেক্সরিয়ান সেতু। অনুষ্ঠানে পিডিজি এপক্স নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট আব্দুল মতিন শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. মোর্তজা খানসহ পিজিডি বৃন্দ। এছাড়াও ১২ টি ক্লাব থেকে আগত ডেলিগেট সহ অন্যন্যা এপেক্রিয়ানরা। সম্মেলনে জেলা গভর্নর (ডিজি-৬) নির্বাচিত হন ঝিনাইদহ এপেক্স ক্লাব অব নবগঙ্গার সাবেক সভাপতি শাহনাজ পারভীন সেতু। নব-নির্বাচিত গভর্নরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এপেক্সিয়ানরা।
No comments