ঝিনাইদহে রাত দিন বেড়েই চলেছে শহীদ মিনারে উপর উঠে অশ্লীল গান বাজনা।

ভাষার মাসে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারে আবারো বিষয় বিহীন গান বাজনা এবং শহীদ মিনারের উপর উঠে জুতা পায়ে নাচানাচির ঘটনা ঘটেছে। হাজার হাজার চড়ুই পাখির অভয়ারণ্য বলা হয় ঝিনাইদহের মুজিব চত্তরের শহীদ মিনার প্রাঙ্গনের তিনটি বকুল গাছকে। অথচ এখানে গান-বাজনার সময় প্রতিবারই সাউন্ড বক্সের অতিরিক্ত মাত্রার শব্দের কারণে পাখিগুলো ভয়ে বাসা ছেড়ে এদিক-ওদিক দৌড়ে পালাতে থাকে। স্হানীয় মানুষ জন বলেন বার বার শহীদ মিনার কে অবমাননা করা হচ্ছে, কিন্তু নিরব ভূমিকায় প্রসাশন। ভাষা সৈনিক সূর্য সন্তানদের সম্মানের প্রতিক এই শহীদ মিনার একদল কুলাঙ্গার প্রায় প্রায় জুতা পায়ে নাচা নাচি করছে। আমাদের পারিবারিক সামাজিক শিক্ষার কতটুকু অভাব হলে মসজিদ চত্তরে শহীদ মিনার টাকাকে উন্মুক্ত মন্চ বানিয়ে দিন রাত নাচা নাচি করতে পারে। ঝিনাইদহ জেলা প্রশাসক মহাদয়ের দৃষ্টি আর্কষন করা হচ্ছে ঝিনাইদহে শহীদদের মর্যাদা রক্ষাথে বন্ধ করা হোক এই নাচা নাচি ও জুতা পায়ে শহীদ মিনারের অবমাননা

No comments

Powered by Blogger.