ঝিনাইদহে আলোর দিশারী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এ শ্লোগানে ঝিনাইদহে আলোর দিশারী স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের ফ্যামিলি জোনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোর দিশারী’র পরিচালক সাইফুল ইসলাম রোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক ও প্রধান উপদেষ্টা সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এবং এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, শাহজালাল ইসলামি ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক ও উপদেষ্টা এ.টি.এম শামসুজ্জামান। এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন সদস্য নাহিদ হাসান, মাহফুজুর রহমান, হেল্পিং সেন্টারের সভাপতি এইচ. এম. আশিক। অনুষ্ঠান শেষে ৮ সদস্য বিশিষ্ট নবাগত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে ঝিনাইদহ জেলা সহ বিভিন্ন জেলার ১৭ টি সংগঠন অংশগ্রহন করেন।
No comments