ঝিনাইদহের কালীগঞ্জে সেই আলোচিত ফিরোজ ডেন্টালসহ দুটি দন্ত ক্লিনিকে অভিযান

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত সেই ফিরোজ ডেন্টাল সহ দুটি দন্ত ক্লিনিকে অভিযার চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের শহরের দুটি প্রতিষ্টানে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতি সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরে উপজেলা প্রশাসনের এক অভিযান চলাকালে ফিরোজ ডেন্টাল ক্লিনিক তড়িঘড়ি বন্ধ করে সটকে রক্ষা পেয়েছিল চিকিৎসক ফিরোজুর রহমান। অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই তারা দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা ও বিডিএস ডাক্তার না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। তবে, অভিযানকালে ওই ক্লিনিকের মালিক কথিত দন্ত চিকিৎসক ফিরোজুর রহমানকে পাওয়া যায়নি। অভিযান টিম তাকে ফোন দিয়েও পাননি। তবে, এ সময় ক্লিনিকটিতে তার সহকারী জামাল হোসেন নামে এক ব্যাক্তি রোগীদের দেখভাল করছিলেন। এরপর অনুরুপ ভাবে ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজুর রহমানের বিরুদ্ধে অপচিকিৎসা সহ নারী কেলেংকারীরও অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভূক্তভোগী এক নারীর অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। পরে, ওই অভিযানের বিষয়ে জানতে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজুর রহমানের মুঠোফোনে কল দিলে এখন কথা বলার সময় নেই বলেই ফোনটি কেটে দেন তিনি।

No comments

Powered by Blogger.