কোটচাঁদপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কোটচাঁদপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে শ্রী তপন কুমার দাস। পিতা বিষ্ণু পদ দাস। মাতা দুর্গা বালা। শ্রী তপন কুমার দাস ডাকঘর দয়ারামপুর ভোমরাড গ্রামে ৬ ই ডিসেম্বর ১৯৯৮ সালে জন্ম গ্রহণ করেন, ইংরেজি জাতীয়তা বাংলাদেশী,স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে হাজির হয়ে নোটারী পাবলিক থেকে এভিডেভিড করে এলাকার স্হানীয় মসজিদের ইমামের সহযোগিতায় পবিত্র আল কুরআন এর প্রতি বিশ্বাস স্হাপন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। শ্রী তপন কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করার পর নতুন নাম মোঃ তানজিল ইসলাম নামে পরিচিত হয়েছেন। এলাকার স্হানীয় মুসলমান ধর্মের একাধিক মানুষ তাকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। তারই আলোকে কোটচাঁদপুর উপজেলা দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ বাবলু মিয়া নও মুসলিম মোঃ তানজিল ইসলাম কে আর্থিক সহায়তা করেন। নওমুসলিম তার মুসলমান ধর্মের বন্ধুদের ধর্ম পালন নামাজ রোজা পালন করা দেখে তার অনেক অনেক ভালো লাগতো। পরকালে মুক্তি পাওয়ার জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহন করেন। তিনি জানান আমি কাহারো দ্বারা কোন প্রকার ভয়ভীতি ছাড়াই সাবালক হিসেবে নিজের ভালো মন্দ নিজে বুঝতে পেরে ধর্ম ত্যাগ করেছি। আমি কারো কোন কথায় ধর্ম ত্যাগ করিনি।
No comments