কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যায়লের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জন হেতোষী সংস্থ্যা (কল্যাণ) চাপরাইল বাজার শাখার আযোজনে এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মো : জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রায়গ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলী হোসেন অপু, কল্যাণের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো : ময়েনউদ্দীন বিশ^াস, কল্যাণের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো : জমসেদুর রহমান, বৃত্তি প্রদান কমিটির আহবায়ক মো : শামসুজ্জামান লাভলু প্রমূখ। এছাড়াও কল্যাণের উপদেষ্টা ও সদস্যবৃন্দ, সুধীজন, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা ও কল্যাণের সনদ প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
No comments