ঝিনাইদহে অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখায় গ্রাহকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার- অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার কারনে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে পল্লী বিদ্যুতের স্থানীয় গ্রাহক ও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। শনিবার সকালে ১০টার দিকে নলডাঙ্গা বাজারে বিক্ষোভের ঘটনা ঘটে। সকালে পল্লী বিদ্যুতের বিল বিতরনকালে ভুলটি স্থানীয়দের চোখে ধরা পড়ে। আটকিয়ে রাখা হয় বিল বিতরনকারী ও কর্মচারীকে। প্রতিটি বিলে ২০০শত থেকে ৬০০শত টাকা অতিরিক্ত ধার্য করা হয়েছে। বানিজ্যিক এলাকায় প্রতি ইউনিট ১৩.০১ টাকা এবং আবাসিক এলাকায় ৭৫ ইউনিট পর্যন্ত ৫.২৬ টাকা এবং অতিরিক্ত ইউনিট হলে ৭.২০ পয়সা করে চার্য ধরা হয়। যেখানে মোট ইউনিটের সাথে হিসাব করলেই ঘটে বিপত্তি। এঘটনায় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর এরিয়ার এজিএম ঘটনাস্থলে এসে অতিরিক্ত বিলের সদউত্তর দিতে পারেনি। এরিয়া বিল বলে বিষয়টি কাটিয়ে দেন। এ সময়ে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংশোধিত বিদ্যুৎ বিল না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়া থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

No comments

Powered by Blogger.