ঝিনাইদহের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন আলাউদ্দিন আল আজাদ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। জেলা প্রশাসন কর্তৃক চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) মনোনীত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়সহ প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
২০২১ সালের ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর খুবই অল্প সময়ে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরী করে নিয়েছেন। বর্তমানে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। ইউনিয়নের মানুষের সার্বিক কাজে তিনি পাশে থাকেন। তার এ অর্জনে কোলা ইউনিয়নবাসী আনন্দিত এবং গর্বিত। এ সাফল্য অব্যহত থাকুক সেটাই কামনা করেছে সর্বস্তরের মানুষ।
No comments