ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২৪ এর আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান বিপিএম-সেবা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অব:) এম.শামীম হোসেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডি সি কোট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম। অথিতিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

No comments

Powered by Blogger.