কালীগঞ্জে প্রাণিসম্পাদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার- "প্রাণিস¤পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাণিস¤পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষে বৃহ¯পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংলগ্ন উপজেলা প্রাণিস¤পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণিস¤পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিস¤পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়েল অধীনস্থ প্রাণিস¤পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় প্রদর্শনীর আয়োজন করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাণিস¤পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) নিরুপমা রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৫৪ টি প্রদর্শনী স্টল নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিস¤পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে উপস্থিত হন। পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। সফল খামারিদের মধ্য থেকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে তাদেরকে উপজেলা প্রাণিস¤পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এসময় পৌর এলাকার খয়েরতলা গ্রামের তোফাজ্জেল হোসেন তার ফ্রিজিয়ান গাভী গরুর জন্য প্রথম স্থান নির্ধারণ করেন। পাইকপাড়া গ্রামের লিমা খাতুন এক গাভীর ২ টি বাচ্চার জন্য দ্বিতীয় স্থান এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য বাসন্তী রানীকে তৃতীয় ঘোষণা করা হয়। প্রত্যেকের হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

No comments

Powered by Blogger.