ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ^াসের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর তাকে ১ম স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে । এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে। এ ঘটনায় তার পিতা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ আসামীকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। মামলার তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী রাশেদুলকে যাবজ্জীবন কারদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

No comments

Powered by Blogger.