পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
`
চিত্রা নিউজ ডেস্ক -
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আঢছলী রেজা মোহাম্মদ আবরার (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাহার ছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি সমদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে নিহত আবরার একই বাড়ির নূরুল আফসারের ছেলে বলে জানা গেছে। সে স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর চৌধুরী জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিকেলে বার্সেলোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
No comments