কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে জখম

এম শাহজাহান আলী সাজু- ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে নির্মমভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে লিজা খাতুন(২৪) নামে এক অন্তঃসত্তা গৃহবধূ। গত বুধবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ লিজা খাতুন কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এবিষয়ে বুধবার রাতেই নির্যাতনের শিকার গৃহবধূ লিজা খাতুনের স্বামী আব্দুল আজিজ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, প্রতিবেশী মৃত সবজেল মন্ডলের ছেলে জামাত আলী মন্ডলের সাথে আব্দুল আজিজের পরিবারের মধ্যে পূর্ব থেকে ঝগড়া কলহ ও বিরোধ চলছিল। ঘটনার দিন গত বুধবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাত আলীর স্ত্রী নাসিমা বেগম আমার বসতবাড়ি সামনে কাঁচা রাস্তার উপর এসে আজিজের স্ত্রী লিজা খাতুন এর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও ঝগড়া শুরু করে। পরবর্তীতে জামাত আলী এবং জামাত আলীর পুত্র মোঃ পান্নু বাঁশের লাঠি ও মেহেগুনি গাছের শক্ত ডাল দিয়ে পাঁচ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে শিশু পুত্রের সামনে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরবর্তীতে আমার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি ধামকি দিয়ে স্থান ত্যাগ করে। গুরুত্বর আহত আন্ত:সত্তা স্ত্রীকে স্থানীরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই হুমাইন কবির জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.