ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকান্ড ঘটেছে। নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যাক্তি শাহজাহানের বাড়িতে এসেছিলো। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বুধবার সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। তারা পুলিশের খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, বামনগাছী গ্রামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠনো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে সেটা ময়না তদন্ত শেষে জানা যাবে। এঘটনায় মহেশপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

No comments