কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ’২৪ উদ্বোধন
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ’২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্ত¡র থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান শফিকুজ্জামান, শাহনাজ পারভীন প্রমূখ। এসময় পৌর ও সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ ও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত (০৮-১৪ জুন) উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে একটি করে ভূমি সেবা বুথ চালু থাকবে।
No comments