ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- আমদানী নির্ভরতা কমিয়ে দেশের মাটিতেই মসলাজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বারি-১ রসুনের মাঠ দিবস ও কারিগরী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের হলিধানী গ্রামের মাঠে এ মাঠ দিবস আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবীব, সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মফিজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আব্দুর রহিম বাদশা তার ২০ শতক জমিতে বারি-১ জাতের রসুন আবাদ করে। তিনি ২০ শতক জমিতে ২০ মন রসুনের ফলন পেয়েছেন। অন্যান্য বছর যে জমিতে তিনি পেতেন ৮ থেকে ১০ মন। মাঠ দিবস থেকে কৃষি কর্মকর্তারা জানায়, বিদেশে থেকে আমদানী নির্ভরতা কমাতে মন্ত্রনালয় বারি-১ রসুন উদ্ভাবন করেছে। এই জাতটি স্থানীয় জাতের চেয়েও এর গুণগত মান অনেক বেশি। সহজে পচে না। প্রতিটি রসুন ৪০-৫০ মধ্যে হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি।

No comments

Powered by Blogger.