কালীগঞ্জে রাখালগাছী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-?
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতসোমবার (২৯-মে) বিকাল সাড়ে ৪ টার সময় ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু। এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে ১ কোটি ১০ লাখ ৩১ হাজার ৩শ ২২টাকার বাজেট ঘোষনা করা হয়। রাজস্ব খাতে ৩৪ লক্ষ ৮৬ হাজার ৮শ টাকা এবং উন্নয়ন খাতে ৭৩লক্ষ ৪০ হাজার টাকা। বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে আয় ২ লক্ষ ৪ হাজার ৫শ ২২টাকা এবং এ বছর কোন ট্যাক্স বৃদ্ধি না করেই বাজেট ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা সুলতান শেক, সাংবাদিক আরিফ মোল্ল্যা ও বেলাল হুসাইন বিজয় প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সচিব শেখ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন।
No comments