ঝিনাইদহে বিনামুল্যে গরুর বাছুর বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
গাভী পালনের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে অসহায়-দুস্থ নারীদের মাঝে বিনামুল্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্ধ’র অর্থায়নে ও যৌথ অগ্রসরমান সৃজক সংস্থা (জাগোর) বাস্তবায়নে ওই এলাকার ১০ জন অসহায়-দুস্থ নারীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন কৃষক বন্ধু সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবু সাঈদ সিকদার, হরিশংকরপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য সালমা খাতুন, জাগোর নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সদস্য মজনুর রহমান, প্রকল্প সমন্বয়ক এস এম নাজির আরিফিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে হরিশংকরপুর ইউনিয়নের ৩ টি গ্রামের ১০ জন দুস্থ নারীদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন প্রধান অতিথি ড. জিল্লুর রহমান এনডিসি।
No comments