কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন
এম শাহজাহান আলী সাজু্-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী রাজনীতিতে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে শহরের কোটচাঁদপুর রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খাঁন। তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার হত্যার পর থেকে কালীগঞ্জের কিছু কুচক্রী মহল আমার এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে সরাসরি আক্রামন করে কথা এবং বক্তব্য পেষ করছেন। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার যে নির্মম হত্যার স্বীকার হয়েছে তাতে আমরা গভীর ভাবে শোকাহত। এবং দোষীদের নিরোপক্ষ ভাবে তদন্ত করে আইনের আওতায় আনার দাবী জানাই। তিনি বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে যে উসকানি মূলক বক্তব্য দিয়েছেন তাকে আইনের আওতাই আনা হউক এবং সেই সাথে রাশেদ সমশের, নাছির ও রনি লস্কর চেয়ারম্যানকে আইনের আওতাই আনলে এই হত্যা মামলায় আরো ভালো সুফল পাওয়া যাবে। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে যারা নিজেদের নামে যারা পদ পদবী ব্যবহার করছে সেগুলো জেলা ও কেন্দ্রীয় ভাবে দেওয়া হয়নি। সাংসদ আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থাকা কালীন এই কমিটি দেয় যাতে ততকালীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আব্দুল মান্নান সাহেবের স্বাক্ষর বা জেলা আওয়ামীলীগ সেটা অবগত নাই। সেকারণে গত ২০০৩ সালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ঠান্ডু ও সাধারণ সম্পাদক ইসরাইল সাহেব যে কমিটি দিয়েছে সেটা এখনো বহাল রহেছে। তিনি আরো বলেন,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১০ সদস্যের অনুমোদিত কমিটির শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু একজন সম্মানিত সদস্য। তাকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষনা করা আওয়ামীলীগের গঠনতন্ত্রের পরিপন্থি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের প্রচলিত নিয়ম সভাপতির অবর্তমানে (ভারপ্রাপ্ত)সভাপতি দায়িত্ব পালন করেন ১ নং সহ-সভাপতি। তিনি বলেন, জৈনক রাশদ সমশের তার বক্তব্যে বলেছেন আমি ও আনোয়ারুল আজীম আনার ছাড়া যারা আওয়ামীলীগের মনোনয়ন করেছিলেন সবাই আনার হত্যার সঙ্গে জড়িত। বিষয়টি আমি আপনাদের বুদ্ধিমত্তা ও বিবেকের কাছে উপস্থাপন করলাম।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিসেস শামিম আরা মান্নান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয় সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও আমিনুর রহমান তপুসহ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীবৃব্দ।
No comments