কালীগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

এম শাহজাহান আলী সাজু- উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মঙ্গল শোভাযাত্রাটি শহরের কলেজপাড়া সার্বজনীন দূর্গা মুন্দির থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের স¤পৃক্ত করে একই স্থানে এসে শেষ হয়। কলেজপাড়া সার্বজনীন দূর্গা মুন্দিরের সভাপতি ও রথযাত্রা কমিটির আহবায়ক সঞ্জয় ব্যানার্জী বাপ্পার সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিথী রানী ভদ্র, ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন, পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিনো বন্ধু, কাউন্সিলর রুবেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী, মন্টু গোপাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জগেন্দ্র নাথ বিশ^াস প্রমূখ। শোভাযাত্রাটিতে বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ কীর্তন ও পুজো অর্চনা পালন করেন।

No comments

Powered by Blogger.