ঝিনাইদহের বিষয়খালীতে প্রীতি ফুটবল খেলায় ২-১ গোলে বিবাহিত একাদশ বিজয়ী
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে খেলার উদ্বোধন করেন সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বসির আহাম্মেদ, সমাজসেবক আব্দুল বারি সরদার, আলীম সরদার, আকবর আলী সরদার, দবির আলী। খেলায় ২-১ গোলে বিবাহিত ফুটবল একাদশ বিজয়ী হয়। বিবাহিত ফুটবল একাদশের পক্ষে প্রথম গোলটি করেন ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম মিঞা ও দ্বিতীয় গোলটি করেন শরিফুল ইসলাম। বিবাহিত ফুটবল একাদশের মহিদুল ইসলামের আত্মঘাতী গোলে অবিবাহিত ফুটবল একাদশ একমাত্র গোল পেয়ে ব্যবধান কমান। খেলাটি উপভোগ করেন এলাকার শত শত ফুটবল প্রেমিক দর্শক। খেলা পরিচালনা করান নাহিদ হাসান। লাইসম্যান হিসাবে দ্বায়িত্ত পালন করেন মুকুল হোসেন ও আরিফুল ইসলাম।
No comments