লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। নিহত শিশু সিয়াম (১২) ভাটই গ্রামের ভ্যান চালক বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। সকালে মৃত দাদাকে দেখতে যায় শিশু সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সেসময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
No comments