১০ দিনের রিমান্ড আবেদন কালীগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-১
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন(৩৩) নামের এক কৃষককে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তালেরশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম শাহপুর ঘিঘাটি গ্রামের সফিউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ।
মামলার তদন্ত কর্মকর্তা প্রকাশ রায় জানান, কৃষক আলমগীরকে কুপিয়ে ও জবাই করে হত্যা মামলায় রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিকালে বাড়ির পাশে খেড়ের আইল নামক মাঠে গরুর জন্য নেপিয়ার মাঠে ঘাস কাটতে যান আলমগীর। দুই আটি ঘাস কেটে এক আটি ঘাস বাড়িতে রেখে আবার আরো এক আটি ঘাস আনতে মাঠে যান তিনি । পরে সন্ধা হয়ে গেলে বাড়িতে ফিরে না আসাই বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে খুজতে যায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘাসের জমির পাশে একটি বেগুন ক্ষেতে নিয়ে জবাই করে কলা পাতা দিয়ে ঢেকে রাখা দেখতে পাই। পরে এলাকাবাসী বেগুন ক্ষেতে আলমগীরের মৃত দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার জবাই করা লাশটি উদ্ধার করে। নিহত আলমগীর হোসেন শাহপুর ঘিঘাটি গ্রামের মৃত আনু বিশ্বাসের ছেলে।
No comments