শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত, আহত-১

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের শৈলকুপার দুধসর আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় পিয়াস মোল্লা (২৪) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সেসময় আহত হয় মোটর সাইকেলের যাত্রী পার্থ কুমার। নিহত পিয়াস উপজেলার আউশিয়া গ্রামের জাকির মোল্লার ছেলে। জানা যায়, পিয়াস মোল্লা শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে মোটর সাইকেলে বন্ধু পার্থ কুমার কে নিয়ে গাড়াগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আশ্রয়ন প্রকল্পের সামনে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। সেসময় রাস্তায় পড়ে তারা গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফারজানা ইয়াসমিন জানান, হাসপাতালে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় পিয়াস এর মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে তার মাথা, মুখে আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। আহত পার্থ কুমারের অবস্থা আশংকাজনক।

No comments

Powered by Blogger.