জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের কর্মসূচী
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে রাস্তায় নেমেছে ঝিনাইদহের সাংস্কৃতিক কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে কর্মসূচী থেকে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে উদীচি ও সমমনা সাংস্কৃতিক সংঠনের কর্মীরা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এসে ব্যানার ফেস্টুন নিয়ে উদীচিসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, উদীবি শিল্পী গোষ্টি জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, উপদেষ্টা স্বপন বাগচী, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, সাংস্কৃতিক কর্মী তারিকুল ইসলাম পলাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সমন্বয়ক নুসরাত জাহান সাথীসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, দেশের জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবায়ন জানান। পরে এর প্রতিবাদে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
No comments