কালীগঞ্জে বিএনপির উদ্যোগে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ)- এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার-

বিশ্ব মানবতার পথপ্রদর্শক মানব জাতির শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ)- এর জন্মদিন উপলক্ষে আজ বিকাল ৫টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। 

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, মতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম লস্কর, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন মহানবী (সঃ) মানব জাতির জন্য এক অত্যুজ্জ্বল অনুকরণীয় আদর্শ। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য্য, সৃৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রনা ভোগ করে তিনি তাঁর উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল—কোরআনের বাণী তথা তওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে বিদ্যমান অনাচার, মানুষে মানুষে হানাহানি, যুগের পর যুগ যুদ্ধ—বিগ্রহ, নিজ কন্যাকে জীবন্ত কবর, ব্যভিচার, মদ ও জুয়া ছিল সমাজে উচ্চস্তরের নিত্যদিনের কাজ। এই সময় যাঁর আগমণ হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলামীন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে সত্য ও ইনসাফ নিশ্চিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দু:খী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শণ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমা গুন, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সঃ) এঁর আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।

আমি আল­াহ রাব্বুল আলআমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সঃ) এঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি শেষ নবী সাইয়েদুল মুরছালিন হযরত মোহাম্মদ (সঃ) এর জন্য অসংখ্য দরুদ ও তাঁর প্রতি সালাম জানাই।



No comments

Powered by Blogger.