হিন্দুদের মন্দির পাহারা দিবে জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর সিরাত মাহফিলে - অধ্যাপক মতিয়ার রহমান

 


মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোড়া ইউনিয়নের উদ্যোগে সিরাতুন্নবী সাঃ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) জনাব মাওলানা আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েব এ আমীর জনাব অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন রাসুল সাঃ আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছিলেন আর আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন। জামায়াতে ইসলামী আল্লাহ ও রাসুল সাঃ এর বিধান অনুসারে চলে। নবীজীর যুগে যেমন অমুসলিমরা নিরাপত্তা পেতো মুসলিমদের কাছে তেমনি হিন্দুদের নিরাপত্তা ও মন্দির পাহারা দিবে জামায়াতে ইসলামী।
এরপর তিনি আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা উল্লেখ করেন এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে জানান। আর যে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী জানাব মুহঃ শরিফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন প্রমুখ।

No comments

Powered by Blogger.