কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে -
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জকে জামায়াতের ফুলেল শুভেচছা বিনিময়।
মঙ্গলবার (১৬ অক্টোবর)মোঃ কবির হোসেন মাতুব্বর কর্মস্থলে যোগদান করেছেন। তার জন্ম স্থান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তিনি গ্রামের ধুলিগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। কেসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেন। ২০০৫ সালে এসআই পদে ২৭তম ব্যাচে যোগদান করেন। পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। ২০১৬ সালে পদোন্নতি লাভ করেন।
তিনি জানান কোটচাঁদপুর মডেল থানায় যোগদানের আগে খুলনা মেট্রোপলিটনে ডিবিতে কর্মরত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর আজিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম প্রমুখ।
No comments