সামাজিক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে -মাওলানা ওলিউর রহমান
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
সামাজিক কাজের মাধ্যমে জামায়াতের কর্মীদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, কর্মী টিসিতে এভাবেই মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর রহমান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন জামায়াতের কর্মী টিসির প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য প্রদান করেন।
স্থানীয় জামায়াতের বরাত দিয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্মীদের সাংগঠনিক ভাবে মানোয়নের জন্য কর্মী টিসির আয়োজন করা হয়। যা সংগঠনটির ধারাবাহিক কার্যক্রমের অংশ।
এছাড়াও কর্মী টিসির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু তালেব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে দারস পেশ করেন সুন্দরপুর-দুর্গাপূর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলিনুর রহমান। সভাপতিত্ব করেন সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আমীর মাওলানা জামায়াত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল হামিদ ও সাবেক ছাত্র নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
No comments