কোটচাঁদপুর পৌর জামায়তের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে -
সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহেরর কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়তের ইসলামের পৌর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় উপজেলা মডেল মসজিদে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পৌর শাখার আমির নজির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামির কেন্দ্রীয় মসলিসের সুরার সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। এসময় তিনি দেশ ও জাতি গঠনে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
পৌর সেক্রেটারি আব্দুল কাইয়ুম এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক রেজাউল ইসলাম সহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।
No comments