বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদল এর উদ্যেগে উপজেলার বারোবাজার ইউনিয়নে বারবাজার ডিগ্রি কলেজ ও বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেছেন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করেন।

পৌর ছাত্রদল এর আহবায়ক জুয়েন রানা জানান, সাবেক সফল ছাত্রনেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-০৪ অসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই এর নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে এবং এই কর্মসূচী  উপজেলার প্রতিটা ইউনিয়নে অব্যহত থাকবে।বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদল এর আহবায়ক জুয়েল রানা, কলেজ ছাত্রদল এর আহবায়ক সাজিদ হাসান জনি, জেলা ছাত্রদল এর যুগ্ন সম্পাদক ফয়সাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক পারভেজ, বারবাজার ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাওন হোসেন, কোলা ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি আরিয়ান খান সুমন সহ বিভিন্ন শাখার নেতা কর্মী উপস্থিত ছিলেন।


No comments

Powered by Blogger.