কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রবিবার দুপুর ১ টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১ টার দিকে সে বগেরগাছি বাজারে আসে। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসে। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

No comments

Powered by Blogger.