কালীগঞ্জে সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ফয়লা রোডস্থ্য বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান লাল্টু। অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তবিবর রহমান মিনি, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুল রহমান, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন ও সাবেক ছাত্র নেতা আশরাফুজ্জামান লালসহ থানা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপি থেকে নির্বাচিত ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম বেল্টুর জীবনী ও উন্নয়ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন পাঠ ও দোয়া মাহফিল করা হয়। বিকেলে মরহুমের নিজ গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারতে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে ঝিনাইদহ শহরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
No comments