ঝিনাইদহে শিবিরের আয়োজনে ছাত্রসংগঠনসমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে নভেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করে।এর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রধিকার পরিষদ,ইসলামী ছাত্র আন্দোলন।
উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি সভাপতি জনাব মেহেদী হাসান রাজু বলেন ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্ব সমূহের একত্রে বসার অভাবে এবং অভ্যন্তরীণ যোগাযোগের অভাবে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পতিত স্বৈরাচারের দোসররা চায় ছাত্র সংগঠন গুলোর ভেতর ঐক্য বিনষ্ট করতে। উক্ত মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম নাইম সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া শিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক আবরার জাহিন রনি, অর্থ সম্পাদক মাসুদ রানা পারভেজ,এইচআরডি সম্পাদক(প্রশিক্ষণ সম্পাদক) সাব্বির হুসাইন।
রাতের খাবার গ্রহন ও উপস্থিত নেতৃবৃন্দের ছাত্রশিবিরের প্রকাশনা উপহার প্রদানের মাধ্যমে উক্ত মতবিনিময় সভাটি শেষ হয়।
No comments