কালীগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো এমইউ কলেজ ছাত্রশিবির

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্র শিবিরের সভাপতি হোসাইন আহমেদ ও সাধারন সম্পাদক মোঃ তালহা জুবায়েরর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, ইবি অঞ্চলের তত্তাবধায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সুহাইল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন, পৃথিবীর শান্তিময় পরিবেশ ধ্বংসের জন্য দায়ী একমাত্র পাশ্চাত্য শক্তি অথচ তারাই শান্তির মিথ্যা বুলি আওড়ায়। প্রকৃত শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠার দৃষ্টান্ত কেবলমাত্র ইসলামই রয়েছে। আজও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের দিকেই ফিরে আসতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ইসলামী ছাত্রশিবির" নবাগত সংবর্ধনার আয়োজন করেছে শিবিরে সম্পৃত্ত করার জন্য নয় বরং মুসলিম হিসেবে আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে শিবিরের নাম লেখা কলম দেওয়া হয়। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান মিঠু, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আবু তালেব, সরকারি মহাতাবউদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এমইউ কলেজ শিবির সভাপতির সমাপনী বক্তব্য ও নবীন শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানোর মাধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

No comments

Powered by Blogger.