ঝিনাইদহের কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার-
দক্ষিণ বঙ্গের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের ৬ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ৪ঠা নভেম্বর ২০২৪ইং তারিখ সোমবার সকাল ১০টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, আবু জাফর, জুমারত আলী জুম্মা, অধ্যাপক আব্দুল মাজেদ, নাজমুল হাসান তিতাস, বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, আব্দুল মান্নান মনা, আব্দুল লতিফ, সোবহান মোল্লা, কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, মোজাম্মেল হোসেন, জাকির হোসেন, আশরাফুজ্জামান লাল, নজরুল ইসলাম, জয়নাল, ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহবায়ক শাহিন লস্কর সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ আমাদের সকলের প্রিয় নেতা মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
দোয়া পরিচালনা করেন ক্বারি মোহাম্মদ ফোরকান আলি।
No comments