কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার-: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। সারা দিন রোগিদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফ্রি ডায়াবেটিক সেবা পেয়ে খুশি ডায়াবেটিক রোগিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, আজীবন সদস্য সাজ্জাদ হোসেনসহ কমিটির অন্যান্য নেত্রীবৃন্দ এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ।

No comments

Powered by Blogger.