ঝিনাইদহের কালীগঞ্জ হোটেল থ্রী স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা
এনামুল হক সিদ্দীক স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল থ্রী স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা থানা সড়কের নীমতলা বাসস্ট্যান্টে অবস্থিত ওই হোটেলে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের উক্ত জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, ঝিনাইদহ ভোক্তা অধিকার অফিসের কম্পিউটার অপারেটর রকি হাসান ও কালীগঞ্জ থানার এএসআই সোহাগ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বেশ কিছুদিন ধরে কালীগঞ্জ শহরের ওই হোটেলটি অস্বাস্থ্যকর খাবার বিক্রি, বিক্রির জন্য রেখে দেওয়া মিষ্টিতে পোকা, দোইয়ের পাতিলের ওজনে ফাঁকি ও মূল্য তালিকা না থাকার অভিযোগ ছিল। মঙ্গলবার হোটেলে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।যে কারনে ১০ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে নিয়ম মেনে হোটেল পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
No comments