কালীগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেছেন, মাদক প্রতিরোধ ও আইনশৃংলা নিয়ন্ত্রনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সদ্য কয়েক মাস আগে এ উপজেলাতে যোগদান করেছেন। সে থেকেই দেশের বর্তমান পরিস্থিতির উপর আইনশৃংলা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউএনও আরো বলেন, আমার মতই চলতি মাসে কালীগঞ্জ থানাতে নতুন অফিসার্স ইনচার্জ হিসাবে শহিদুল ইসলাম শহিদ সদ্য যোগদান করেছে। আপনাদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এ উপজেলার আইনশৃংখলা উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন ও কালীগঞ্জর থানার নবাগত ওসি শহিদুল ইসলাম শহিদ। নবাগত ওসি সভাতে বলেন, মাদককে চিরতরে নিমূল করা সম্ভব না হলেও, মাদকের সাথে তার কোন আপোষ নেই। মাদক ও চুরি, ছিনতাই প্রতিরোধ সহ উপজেলার আইনশৃংলা নিয়ন্ত্রনে তিনি সাধ্যমত কাজ করে যাবেন। সভাতে উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্যগন কিছু সমস্যাদি উপস্থাপন ও তার প্রতিকারের আহব্বান জানিয়ে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নয়ন খন্দকার, কালীগঞ্জ রিপোটাস ইউনিটির সভাপতি আহসান কবির, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু ও আজিজুল ইসলাম খা প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.